Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

লালমনিরহাট জেলা কার্যালয়।

www.templeedu.gov.bd

নাগরিক সনদ

(Citizen’s Charter)

01| অফিস/শাখার নাম : মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়, লালমনিরহাট জেলা কার্যালয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

ফি/চার্জের পরিমাণ (ফি/চার্জের টকা জমাদানের কোড/খাত ও প্রদানের সময়)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন নম্বর, ফ্যাক্স নম্বর, ই-মেইল)

উর্ধ্বতন কর্মকর্তা (যার কাছে অভিযোগ/আপীল করা যাবে তাঁর পদবী, ই-মেইল, টেলিফোন নম্বর, পোস্ট কোড ও ঠিকানা)

০১

প্রাক-প্রাথমিক/বয়স্ক/গীতা শিক্ষাকেন্দ্র স্থাপন।

প্রতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখ।

ক) মন্দির কমিটির সভাপতি/সম্পাদক কর্তৃক আবেদন।

খ) আবেদনপত্রে সংশ্লিষ্ট মন্দিরের আবেদনকারীর সীল ও স্বাক্ষর থাকতে হবে।

গ) সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, লালমনিরহাট জেলা কার্যালয় বরাবর আবেদন করতে হবে।

ঘ) শিক্ষার্থীর তালিকা- প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের জন্য ৪-৬ বছরের ৩০ জন শিক্ষার্থী, বয়স্ক শিক্ষাকেন্দ্রের জন্য ১৫-৪৫ বছরের ২৫ জন নিরক্ষর শিক্ষার্থী এবং গীতা শিক্ষাকেন্দ্রের জন্য ১০-১৮ বছরের ২৫ জন শিক্ষর্থীর তালিকা আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

ঙ) প্রতি বছর জানুয়ারী-অক্টোবর পর্যন্ত পরবর্তী পঞ্জিকা বছরের শিক্ষাকেন্দ্র স্থাপনের জন্য আবেদন করা যাবে।

-

ফি বিহীন

সহকারী প্রকল্প পরিচালক

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম

লালমনিরহাট জেলা কার্যালয়

পূর্ব বালাটারী, লালমনিরহাট।

ফোন: ০৫৯১-৬২০০৮

ফ্যাক্স: ০৫৯১-৬২০০৮

ই-মেইল: msgslal@gmail.com

উপ-প্রকল্প পরিচালক (উপ সচিব)

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম

 প্রধান কার্যালয়

১/আই, পরিবাগ, ঢাকা।

ফোন: ০২-৯৬৬৫৭৬৪

ই-মেইল: msgs2003@gmail.com

 

০২

শিক্ষাকেন্দ্রের শিক্ষক নিয়োগ সংক্রান্ত।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক।

ক) নির্দিষ্ট ফরমে আবেদনপত্র।

খ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

গ) সম্প্রতি তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

ঘ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, লালমনিরহাট জেলা কার্যালয়, পূর্ব বালাটারী, লালমনিরহাট।

-