গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
লালমনিরহাট জেলা কার্যালয়।
www.templeedu.gov.bd
নাগরিক সনদ
(Citizen’s Charter)
01| অফিস/শাখার নাম : মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়, লালমনিরহাট জেলা কার্যালয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান |
ফি/চার্জের পরিমাণ (ফি/চার্জের টকা জমাদানের কোড/খাত ও প্রদানের সময়) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন নম্বর, ফ্যাক্স নম্বর, ই-মেইল) |
উর্ধ্বতন কর্মকর্তা (যার কাছে অভিযোগ/আপীল করা যাবে তাঁর পদবী, ই-মেইল, টেলিফোন নম্বর, পোস্ট কোড ও ঠিকানা) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
০১ |
প্রাক-প্রাথমিক/বয়স্ক/গীতা শিক্ষাকেন্দ্র স্থাপন। |
প্রতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখ। |
ক) মন্দির কমিটির সভাপতি/সম্পাদক কর্তৃক আবেদন। খ) আবেদনপত্রে সংশ্লিষ্ট মন্দিরের আবেদনকারীর সীল ও স্বাক্ষর থাকতে হবে। গ) সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, লালমনিরহাট জেলা কার্যালয় বরাবর আবেদন করতে হবে। ঘ) শিক্ষার্থীর তালিকা- প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের জন্য ৪-৬ বছরের ৩০ জন শিক্ষার্থী, বয়স্ক শিক্ষাকেন্দ্রের জন্য ১৫-৪৫ বছরের ২৫ জন নিরক্ষর শিক্ষার্থী এবং গীতা শিক্ষাকেন্দ্রের জন্য ১০-১৮ বছরের ২৫ জন শিক্ষর্থীর তালিকা আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ঙ) প্রতি বছর জানুয়ারী-অক্টোবর পর্যন্ত পরবর্তী পঞ্জিকা বছরের শিক্ষাকেন্দ্র স্থাপনের জন্য আবেদন করা যাবে। |
- |
ফি বিহীন |
সহকারী প্রকল্প পরিচালক মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লালমনিরহাট জেলা কার্যালয় পূর্ব বালাটারী, লালমনিরহাট। ফোন: ০৫৯১-৬২০০৮ ফ্যাক্স: ০৫৯১-৬২০০৮ ই-মেইল: msgslal@gmail.com |
উপ-প্রকল্প পরিচালক (উপ সচিব) মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রধান কার্যালয় ১/আই, পরিবাগ, ঢাকা। ফোন: ০২-৯৬৬৫৭৬৪ ই-মেইল: msgs2003@gmail.com
|
০২ |
শিক্ষাকেন্দ্রের শিক্ষক নিয়োগ সংক্রান্ত। |
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক। |
ক) নির্দিষ্ট ফরমে আবেদনপত্র। খ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। গ) সম্প্রতি তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি। ঘ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি। |
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, লালমনিরহাট জেলা কার্যালয়, পূর্ব বালাটারী, লালমনিরহাট। |
- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস